Pages

Sunday, July 11, 2021

দাঁত ব্রাশ করার সময় এই ভুলগুলো আপনি করেন না তো?

আপনি কি দাঁত ব্রাশ করার পর পানি দিয়ে বারকয়েক কুলি করে টুথপেস্টের বংশধরকেও দাঁত থেকে ঝাঁটিয়ে বিদায় করেন?


তবে একটু থামুন।


আমরা বেশিরভাগ মানুষই দিনে দুইবার দাঁত ব্রাশ করি না৷ আবার যারা দুই বারই করি, তারা আবার দুই মিনিট পর্যন্ত ব্রাশ করি না; এমনটা বহুক্ষেত্রেই হয়৷ তাই বলে আবার আমার কথা শুনে রাগের বশে দিনে তিন-চারবার দাঁত মাজতে যাবেন না কিন্তু! তাতে বিপদ আরও উল্টো বাড়বে৷
এ তো গেল দাঁত ব্রাশের সাধারণ কিছু ভুল-ত্রুটি৷ তবে যে ভুলটা আমরা প্রায় সবাই করি, সেটা এবার বলব৷
দাঁত ব্রাশ করা শেষে দুই-তিনবার পানি দিয়ে আচ্ছামতো কুলি করে টুথপেষ্ট পুরোটা ফেলে দেওয়া – আমাদের জন্য এটা দাঁত মাজার সমাপ্তির একটা কমন দৃশ্য৷ তবে এতে ভালো বই খারাপই বেশি হয়৷ টুথপেষ্ট এ থাকে ফ্লোরাইড৷ যেটি দাঁতের এনামেলসহ অন্যান্য উপাদানের সুরক্ষার জন্য ব্যবহৃত হয়৷ সেজন্য আমরা যখন আচ্ছামতো কুলি করে টুথপেষ্ট বের করে দেই, তখন এই ফ্লোরাইডও বের হয়ে যায়৷ তাতে করে দাঁতের সুরক্ষার জন্য টুথপেষ্টে থাকা ফ্লোরাইড কোনো ভূমিকা রাখার সুযোগ পায় না৷

এজন্যই নিয়ম হচ্ছে, দাঁত মাজার পর অতিরিক্ত টুথপেষ্ট ফেলে দেওয়া, তবে কুলি করে সম্পূর্ণটা বের করে দেওয়া নয়৷ এটা অনেকের কাছে বিচ্ছিরি ঠেকতে পারে, তবে এটাই আসল নিয়ম। এর ফলে মুখের ভেতরে থাকা ফ্লোরাইড দাঁতকে রক্ষা করবে এবং দাঁতের স্বাভাবিক অবস্থা বজায় থাকবে৷

অনেকে ব্রাশ করে শেষে মাউথ ওয়াশও ব্যবহার করেন, তবে সেটা ব্রাশ করার পরপরই ব্যবহার করা উচিত নয়৷ দরকার হলে অন্যান্য সময়ে সেটা ব্যবহার করুন।
তাহলে এখন থেকে টুথপেষ্টের পুরো বংশধরকে বিদায় করবেন না, টুথপেষ্ট ব্যথা পাবে তো!

এছাড়াও, আরও অনেক ভুলই আমরা করি দাঁত মাজতে গিয়ে৷ সেজন্য ঘুরে আসুন নিচের তথ্যসূত্রে দেওয়া লিংকগুলো থেকে৷

তথ্যসূত্র :



© ইকতেদার ফাহিম


প্রথম প্রকাশ : ২১ মার্চ ২০২১

No comments:

Post a Comment